odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

নির্বাচন কমিশন স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন চায় : ইসি রাশেদা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ January ২০২৪ ২১:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ January ২০২৪ ২১:৪২

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বচ্ছ ও সকল মহলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন চায়। সেই লক্ষ্যে কমিশন কাজ করছে।

তিনি বলেন, 'নির্বাচন কমিশন এমন কোনো নির্বাচন করতে চায় না, যেটা দেশকে সংকটের মধ্যে ফেলবে। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই যেন সর্বমহলে স্বীকৃত হয়। আমরা চাই যে, এমন একটা নির্বাচন হবে, তাতে যারাই সরকার গঠন করবে সেই সরকার যেন স্থায়ী রূপ নেয়।'

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন,  নির্বাচনে আন্তর্জাতিক চাপ কোনো ইস্যু না, কোনো দিক থেকে কোনো চাপ নেই, কিন্তু ইসির বিগত দিন থেকে একটা অ্যাসেসমেন্ট,  নির্বাচনটা যেন কোনো ভাবেই বন্ধ না হয়ে যায়। এমন একটা ফেয়ার নির্বাচন যেন হয়, যেটা সব মহলে স্বীকৃতি পায়। 



আপনার মূল্যবান মতামত দিন: