odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ January ২০২৪ ১৬:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ January ২০২৪ ১৬:৫৮

১০ জানুয়ারি, ২০২৪ : এবার নবীন-প্রবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার নবীন-প্রবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। মন্ত্রীপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।  



আপনার মূল্যবান মতামত দিন: