odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে প্রশংসা স্কটিশ এমপি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ January ২০২৪ ১৮:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ January ২০২৪ ১৮:১৩

সফররত স্কটিশ সংসদ সদস্য, ফয়সল চৌধুরী আজ বাংলাদেশের দ্বাদশ সংসদের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্তভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সেদেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সাথে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।



আপনার মূল্যবান মতামত দিন: