odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ February ২০২৪ ১৭:২৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ February ২০২৪ ১৭:২৬

পুরো আসর জুড়ে অসাধারণ পারফরম্যান্স ছিল বাংলাদেশের। দাপুটে পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা ছোঁয়া হলো না বাংলার কিশোরীদের।

শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লঙ্কানদের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন নেতমি পর্না।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩৬ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় লঙ্কান মেয়েরা।



আপনার মূল্যবান মতামত দিন: