odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লঙ্কানদের বিপক্ষে দল ঘোষণা, ফিরলেন মাহমুদউল্লাহ ও তাইজুল, নতুন মুখ আলিস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ February ২০২৪ ২০:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ February ২০২৪ ২০:২৩

১ মার্চ শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম মৌসুম। ও দিনই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। লঙ্কান সিরিজের জন্য আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪, ৬ ও ৯ মার্চ টি-টোয়েন্টি তিনটি হবে সিলেটে।

এই সিরিজের জন্য দীর্ঘদিন পর ডাক পেয়েছেন বিপিএলে দারুণ ছন্দে থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ। বিপিএলে দারুণ বোলিং করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রহস্য স্পিনার আলিস আল ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। 

১৫ সদস্যের টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান হাসান ও  আলিস আল ইসলাম।

প্রথম দুই ম্যাচের ওয়ানডে দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: