odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে থাকবে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ February ২০২৪ ২০:২৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ February ২০২৪ ২০:২৯

১৫ ফেব্রুয়ারি ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। গতকাল রাজকোটে একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। 

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর  গেল বছর পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের জার্সিতে কোন ম্যাচ খেলেননি রোহিত। এতেই রোহিতের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ বলে গুঞ্জন ওঠে। কিন্তু হঠাৎ করেই এ বছরের শুরুতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেন তিনি। অধিনায়ক হিসেবেই পুনরায় দলে ফিরেন রোহিত। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রোহিতকে রাখা হবে কি-না, সেটি নিয়ে আলোচনা অব্যাহত ছিলো। সব শংকাকে উড়িয়ে দিয়েছেন জয় শাহ। 

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নাম করন অনুষ্ঠানে জয় শাহ জানান, ‘এক বছর পর দলে ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেওয়ার অর্থই হলো সে অবশ্যই দায়িত্ব পালন করবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।’



আপনার মূল্যবান মতামত দিন: