odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ March ২০২৪ ১৪:২৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ March ২০২৪ ১৪:২৩

প্রকাশিত হয়েছে বিশ্বের সুখী দেশের তালিকা। এতে আবারও শীর্ষ স্থান দখল করেছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করল দেশটি

তালিকায় সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম। ফিনল্যান্ডের পর তালিকায় অন্য শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল আছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, ভারত ১২৬তম, শ্রীলঙ্কা ১২৮তম অবস্থানে এবং বাংলাদেশের অবস্থান ১২৯।

মূলত ৬টি সূচক যাচাই করে সবচেয়ে সুখী দেশ নির্ধারণ করা হয়। এই সূচকগুলো হচ্ছে- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।

সূত্র: হ্যাপিনেস রিপোর্ট



আপনার মূল্যবান মতামত দিন: