odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঈদের পর শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্স রিভিউ করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ April ২০২৪ ২০:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ April ২০২৪ ২০:১৩

টেস্ট সিরিজে লঙ্কানদের বিপক্ষে শোচনীয়ভাবে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এমন হারের কারণ হিসেবে টেস্টের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া যায়নি বলে জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এ নিয়ে পরে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

লঙ্কানদের বিপক্ষে টেস্টে ব্যর্থতা জন্য ঈদের পর বিসিবি পর্যালোচনায় বসবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার যারা আছে, তারাই খেলছে এখানে। জাতীয় দলের প্লেয়ারদের সঙ্গে বাকিদের একটা তফাৎ থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলানোর, আমরা নজর দিচ্ছি সেদিকে। ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। সেখানে (এই সিরিজ নিয়ে) রিভিউ করব। ’

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির এই কর্মকর্তা 



আপনার মূল্যবান মতামত দিন: