odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চেন্নাইতে আজ দলের সাথে যোগ দিলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ April ২০২৪ ২১:৪৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ April ২০২৪ ২১:৪৬

৭ এপ্রিল, ২০২৪ (স্পোর্ট ডেস্ক) :  দেশে এসে ভিসা প্রক্রিয়া শেষ করে আজ পুনরায় চেন্নাই ফিরে  নিজ দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে  যোগ দিয়েছেন  বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।

মূলত আগামী জুন মাসে  যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে  যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  ডাকে গত ২ এপ্রিল দেশে ফিরেছিলেন মুস্তাফিজ।

চলমান ইন্ডিয়ান প্রিমিঢার লিগে(আইপিএল) সিএসকের প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করেন মুস্তাফিজ।  বর্তমানে লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সিএসকে। মুস্তাফিজমে ছাড়াই চেন্নাই তাদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে।

আগামীকাল কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলকে সিএসকে এবং এ ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা আছে।



আপনার মূল্যবান মতামত দিন: