odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

২৬ বলেই সেঞ্চুরি বাবর আজম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ December ২০১৭ ১৩:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ December ২০১৭ ১৩:১৯

২০২ রানের জবাবে খেলতে নেমে বাবর আজম একাই ম্যাচ জিতিয়ে দেন । শহীদ আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ডটা একটা সময় মনে হচ্ছিল হয়তো ইতিহাসে অমর হয়ে থাকবে। ২০০৪ সালে মিডলসেক্সের হয়ে ৩৪ বলে শতক করে আফ্রিদির সেই রেকর্ডটা ভাঙার একটা উপায় বাতলে দেন অ্যান্ড্রু সায়মন্ডস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাহেবজাদার রেকর্ডটা টিকে থাকে আরো ১০ বছর। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষ ৩৬ বলে শতক করে ১৮ বছরের বন্ধ্যাত্বটা ভাঙেন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন। এবার কম বলে শতকের রেকর্ডটাকে এবার ২০ এর ঘরে নিয়ে এলেন পাক ক্রিকেটার বাবর আজম। টি-টেন ক্রিকেটে মাত্র ২৬ বলে সেঞ্চুরি করেন বাবর আজম।

কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আসর। এবার পাকিস্তানে বসেছে ক্রিকেটের সবচেয়ে কম দৈর্ঘ্যের এই আসর। এখানেই ২৬ বলে শতক করেছেন আজম। রোববার শহীদ আফ্রিদি ফাউন্ডেশন (এসএএফ) রেডস এর মুখোমুখি হয় ও এসএএফ গ্রিন। আগে ব্যাটিং করে ১০ ওভারেই ২০১ রান তোলে লাল দল। ২০ বলে ৮৪ রান করেন শোয়েব মালিক এবং ফখর জামান করেন ২৩ বলে ৭৬ রান।

২০২ রানের জবাবে একাই ম্যাচ জিতিয়ে দেন বাবর আজম। মাত্র ২৬ বলে সাতটি চার ও ১১টি ছয়ে সেঞ্চুরি করেন এই পাকিস্তানী ক্রিকেটার।। ২০১৬ সালে টোবাগো ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে ২১ বলে সেঞ্চুরি করেছিলেন ইরাক থমাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রোহিত শর্মা ও ডেভিড মিলারের (৩৫ বলে)। ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।



আপনার মূল্যবান মতামত দিন: