odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হারের বৃত্ত ভেঙ্গে ডিপিএলে প্রথম জয় রূপগঞ্জ টাইগার্সের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ April ২০২৪ ২১:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ April ২০২৪ ২১:৫৯

৭ এপ্রিল ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : প্রথম আট ম্যাচ হারের পর অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আজ বিকেএসপি তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

৪৩ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২৩ বল বাকী থাকতে ১৪৯ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও এই দলের অধিনায়ক শামসুর রহমান শুভ। ব্রাদার্সের অধিনায়ক মনির হোসেন ৩ উইকেট নেন। 

জবাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ব্রাদার্সের ব্যাটাররা। ৩৯ দশমিক ২ ওভারে ১১৬ রানে অলআউট হয় তারা। রূপগঞ্জ টাইগার্সের আবু হাসিম ২৬ রানে ৪ উইকেট নেন। ব্রাদার্সের উইকেটরক্ষক আব্দুল মজিদ সর্বোচ্চ ২৮ ও ওপেনার ইমতিয়াজ হোসেন ২২ রান করেন।



আপনার মূল্যবান মতামত দিন: