odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সাকিবকে ডিপিএলে সুপার লীগের কিছু ম্যাচে দেখতে চান প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ April ২০২৪ ২২:০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ April ২০২৪ ২২:০০

২৩ এপ্রিল ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বের কিছু ম্যাচে অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলতে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষে ডিপিএলের প্রথম পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন সাকিব। পরবর্তীতে পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

আজ জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, ‘আমরা ইতোমধ্যে সাকিবের সাথে যোগাযোগ করেছি। এ মাসের শেষ দিকে  দেশে ফিরবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘ডিপিএলে সুপার লিগের কিছু ম্যাচে তার খেলার সুযোগ রয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে থাকবেন তিনি। সেখানে ক্রিকেটে কিছু দক্ষতা নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন। কিন্তু আমরা অবশ্যই চাই, সুপার লিগের শেষ দিকে কিছু ম্যাচে খেলুক সে।’



আপনার মূল্যবান মতামত দিন: