odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জিম্বাবুয়ে সিরিজ ও ডিপিএলে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ April ২০২৪ ২৩:৪৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ April ২০২৪ ২৩:৪৫

২৫ এপ্রিল ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ নিউ ইর্য়কে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি ইতোমধ্যেই কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে কথা বলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আমাকে বলেছেন, জিম্বাবুয়ের সিরিজে দু’টি ম্যাচ খেললেই হবে।’

তিনি আরও বলেন, ‘এমনকি আমি তাকে (কোচ) জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পাঁচ ম্যাচেই খেলাতে চান কি না। কিন্তু তিনি আমাকে বলেছেন দু’টি ম্যাচই যথেষ্ট। এরপর আমি অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছি, তবে তারা  জানিয়েছেন তিন ম্যাচ খেলতে পারলে ভাল হয়।  আমি বলেছি তাতে আমার কোন সমস্যা নেই এবং খেলবো।’



আপনার মূল্যবান মতামত দিন: