odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের ২-০ তে হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ June ২০২৪ ২০:৩৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ June ২০২৪ ২০:৩৮

বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে মেলবোর্নে সঙ্গী হয়েছিল বড় হারের বিষাদ। ফিরতি লেগে বসুন্ধরা কিংস অ্যারেনায়ও অস্ট্রেলিয়ার কাছে হারের স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। এবার অবশ্য কমেছে হারের ব্যবধান। সকারুদের কাছে বাংলাদেশের হার ২-০ গোলে।

এর মধ্যে সফরকারীরা প্রথম গোল পেয়েছে আত্মঘাতী থেকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কুসিনি ইয়েংগি।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের এটি চতুর্থ হার। একমাত্র পয়েন্ট পেয়েছে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। 



আপনার মূল্যবান মতামত দিন: