odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে : ক্রীড়া মন্ত্রী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ June ২০২৪ ১৯:১৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ June ২০২৪ ১৯:১৬

১১ জুন, ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, দ্বিতীয় ধাপে উপজেলা পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তফা আলমের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, 'দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে প্রথম পর্যায়ের প্রকল্পের আওতায় 'উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ'-এর আওতায় ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ এখন ১৮৬টি উপজেলায় চলছে।'



আপনার মূল্যবান মতামত দিন: