odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ভারতের বিপক্ষে তাসকিনের না খেলার গোপন তথ্য ফাঁস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ July ২০২৪ ২০:৫৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ July ২০২৪ ২০:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। দলের সহঅধিনায়কের দায়িত্বে থাকা এই ক্রিকেটার পরে এ জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ আজ মঙ্গলবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে নিশ্চিত করেছে।

ওই বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ঘুম থেকে ঠিক সময়ে উঠতে না পারায় তাসকিন টিম বাস ধরতে পারেননি। ফলে দুই পেসার নিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশ দলকে। এই ঘটনায় অনেকের চোখ কপালে ওঠে। তাসকিনকে মূল একাদশের বাইরে রাখা নিয়েও প্রশ্ন ওঠে।



আপনার মূল্যবান মতামত দিন: