odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সারিকা পার্কে প্রতিবন্ধীদের সাথে বাণিজ্য সচিব

gazi anwar | প্রকাশিত: ১৭ January ২০১৮ ২২:০৫

gazi anwar
প্রকাশিত: ১৭ January ২০১৮ ২২:০৫

অধিকারপত্র প্রতিবেদক

চলমান ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনোদন পার্ক সারিকা ফ্যান্টাসী এ্যামাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের সাথে সময় কাটালের বাণিজ্য সচিব শুভাশীষ বসু। বুধবার সন্ধ্যায় তিনি পার্কে আসেন। এসময় পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও মাসিক আমাদের অধিকারপত্রের প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রোমেশন ব্যূরো ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্জ, ইপিবি সচিব আবু মোরশেদ, পরিচালক আব্দুর রউফ, বাণিজ্য মেলা মূল প্রবেশ দ্বারের ইজারাদার শহিদুল ইসলাম প্রমুখ।  

ডাসওয়াব নামক একটি প্রতিবন্ধী ও সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠানের হাজারীবাগ শাখার ২৫জন অটিস্টিক ও প্রতিবন্ধী শিশু বাণিজ্য সচিব শুভাশীষ বসু- এর সাথে বিনোদন উপভোগ করেন।

এ সময় বাণিজ্য সচিব বলেন, আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায়। বাণিজ্যমেলার মতো এমন একটি জায়গায় প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য বিনামূল্যে বিনোদনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আগত শিশুদের মধ্যে মাসিক ম্যাগাজিন আমাদের অধিকারপত্রের পক্ষ থেকে চাদর বিতরন করা হয়। এছাড়া গ্লেয়ার ইন্টারন্যাশনার স্কুল এর অধ্যক্ষ জহির উদ্দিন আহমেদ প্রতিবন্ধী ও অটিজম শিশুদের পেন্সিল ও স্টেশনারী উপহার সামগ্রী প্রদান করেন।

বুধবার বাণিজ্য মেলায় উপস্থিত শিশুদের মধ্যে মৃদ অটিজম ২ জন, অটিজম ৪জন এবং ৫ জন প্রতিবন্ধী অভিবাবক সহ সারিকা ফ্যান্টাসি এ্যামাজিং ওয়াল্ডে বিভিন্ন রাউড উপভোগ করেন।

এ প্রসঙ্গে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরনায় আমি বাণিজ্য মেলায় আমার পার্কে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য ফ্রি বিনোদনের ব্যবস্থা রেখেছি। আমি আগেও যখন বাণিজ্য মেলায় পার্ক দিয়েছিলাম তখনও এ সুযোগ রেখেছিলাম। এখানে আমার কোনো ব্যবসায়ী চিন্তা নেই। পার্কে যখন-ই কোনো প্রতিবন্ধী ও অটিজম শিশু আসে তখনই তারা ফ্রি বিনোদন গ্রহন করতে পারছেন। আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি।

মেলার শুরুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি সারিকা ফ্যান্টাসি এ্যামাজিং ওয়াল্ডে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য বিনামূল্যে বিনোদন কার্যক্রমের উদ্বোধন করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: