odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ July ২০২৪ ১৯:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ July ২০২৪ ১৯:৪৭

১০ জুলাই ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ব্যাটার গৌতম গম্ভীর। গত মাসে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গম্ভীর। গতরাতে এক বিবৃতিতে গম্ভীরকে কোচ করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের কোচ হওয়াকে বড় সম্মানের বলে উল্লেখ করেছেন ৪২ বছর বয়সী গম্ভীর। এক বিবৃতিতে গম্ভীর বলেন, ‘খেলোয়াড়ি জীবনে ভারতের জার্সি গায়ে সব সময় আমাকে গর্বিত করেছে এবং কোচ হিসেবে নতুন ভূমিকাতেও কোন ব্যতিক্রম হবে না।’

গম্ভীরকে ‘লড়াকু প্রতিযোগী এবং দুর্দান্ত কৌশলবিদ’ বলে অভিহিত করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়েছেন, সর্বসম্মতিভাবে প্রধান কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে গম্ভীরকে।



আপনার মূল্যবান মতামত দিন: