odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ January ২০১৮ ১১:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ January ২০১৮ ১১:২১

আমাদের অধিকারপত্র ডটকম: ত্রিদেশীয় সিরিজে আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। 

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, চিন্তিত নয় বাংলাদেশ দল পেশাদার হিসেবে হাথুরুসিংহের বর্তমান অবস্থান নিয়ে । আজ বেলা ১২টায়  মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে চলা ম্যাচে বাংলাদেশের ভাবনাই শুধুই জয়। নিজেদের পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই  শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয়ে আশাবাদী মাশরাফি।

 

গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘অবচেতনে এটা সত্য, ম্যাচটা খেলতে হবে, জিততে হবে। তা ছাড়া আর কোনো সুযোগই নেই চিন্তা করার।’

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ নিজেদের সেরাটা খেলার সুযোগ কাজে লাগাতে চায় স্বাগতিকরা। মাশরাফি বলেছেন, যেখানেই যাই আমাদের কাজ পারফর্ম করা ‘এটা অবশ্যই  আমাদের মাথায় রাখতে হবে।

 

দক্ষিণ আফ্রিকায় পারিনি, তবে এখানে আমাদের জন্য বড় সুযোগ। আমরা চেষ্টা করব, সেরাটার। আমরা ইতিবাচক আছি।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: