odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জাতীয় দল থেকে অপসারণে সাকিবকে আইনি নোটিশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ August ২০২৪ ১৩:২৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ August ২০২৪ ১৩:২৯

মামলার পর এবার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে পাঠানো হলো লিগ্যাল নোটিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে।

যদিও সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে বিসিবি এখনও কোনো অবস্থান প্রকাশ করেনি।লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী সজীব মাহমুদ আলমের যুক্তি, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

সম্প্রতি একজন পোশাক শ্রমিকের প্রাণহানির পেছনে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় সাকিবের নাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়, যেখানে ২৮ নম্বর আসামী এই অলরাউন্ডার।



আপনার মূল্যবান মতামত দিন: