odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

খান ইউনিসে ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৪ ১৮:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৪ ১৮:৩৫

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোররাতে গাজার দক্ষিণাঞ্চলীয় প্রধান নগরী খান ইউনিসের দুটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন লোক নিহত হয়েছে।

গাজা উপত্যকা থেকে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আল-ফারা পরিবারের বাড়িতে হামলায় ১৪ জন এবং অপর এক পৃথক বিমান হামলায় ছয়জন হামলায় নিহত হয়েছে।

নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা আল-ফারায় হতাহতের বিষয়টি নিশ্চিত এবং বাড়িতে গিয়ে মৃতদের নাম প্রকাশ করেছেন।

সামরিক বাহিনী তাদের অভিযানের সর্বশেষ খবর জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেছে. ‘গাজার দক্ষিণাঞ্চলে আকাশ ও স্থল থেকে (হামলা চালিয়ে) অনেক সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।’

ইসরাইলি বাহিনী গাজা জুড়ে অভিযান অব্যাহত রাখলেও সামরিক প্রতিবেদনে অঞ্চলটির উত্তরে হামাস জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে বলে উল্লেখ করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এখানে বিমান ও স্থল হামলা জোরদার করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: