odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৪ ১৯:২৭

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৪ ১৯:২৭

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি আরো বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লাখো মানুষ মারা যাবেন। 

স্থানীয় সময় ৩০ অক্টোবর বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন ট্রাম্প। 
ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে উইসকনসিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য। 

ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা সম্পূর্ণভাবে অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন। 

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।

তিনি আরো বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা  আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো। 

এ সময় ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অসভ্য দল’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: