odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মোতি-লুইস নৈপুন্যে জয়ে শুরু ক্যারিবিয়দের

odhikarpatra | প্রকাশিত: ১ November ২০২৪ ১৭:২১

odhikarpatra
প্রকাশিত: ১ November ২০২৪ ১৭:২১

বাঁ-হাতি স্পিনার গুদাকেশ মোতি ও ওপেনার এভিন লুইসের নৈপুন্যে জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় আজ সকালে শেষ হওয়া সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। বল হাতে মোতি ৪ উইকেট এবং ব্যাট হাতে লুইস ৬৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

অ্যান্টিগায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উপরের সারির চার ব্যাটারকে বড় ইনিংস খেলতে দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার ম্যাথু ফোর্ড ও জেইডেন সিলেস।

ফিল সল্ট ১৮ ও উইল জ্যাকস ১৯ রান করে সিলেসের শিকার হন। জর্ডান কক্স ১৭ ও জ্যাকব বেথেল ২৭ রানে ফোর্ডের বলে আউট হন।
পঞ্চম উইকেটে ৮৪ বলে ৭২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারান। দলীয় ১৬৫ রানে পঞ্চম ব্যাটার হিসেবে

লিভিংস্টোনকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান মোতি। ৪৫ দশমিক ১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।
লিভিংস্টোন ৪৮ ও কারান ৩৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের মোতি ৪১ রানে ৪ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ১৫ ওভারে বিনা উইকেটে ৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টিতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকলে বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৫৭ রানের নতুন টার্গেট পায় ক্যারিবীয়রা।

ওপেনার ব্রান্ডন কিংয়ের সাথে উদ্বোধনী জুটিতে ১১৫ বলে ১১৮ রান তুলে দলের জয়ের পথ সহজ করে ফেলেন লুইস। কিং ৩০ রানে আউট হলেও, লুইসের ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

৫টি চার ও ৮টি ছক্কায় ৬৯ বলে ৯৪ রান করেন গেল সপ্তাহে শ্রীলংকা সফরে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা লুইস। কেসি কার্টি ১৯ ও অধিনায়ক শাই হোপ ৬ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন মোতি। এ ম্যাচে ইংল্যান্ডের চার খেলোয়াড়ের অভিষেক হয়।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ



আপনার মূল্যবান মতামত দিন: