odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বহিস্কৃত হলো চবির ৮ শিক্ষার্থী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ January ২০১৮ ২৩:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ January ২০১৮ ২৩:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন করার দায়ে ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বোর্ড ওফ রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী ক্ষমতাবলে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ বুধবার থেকে কার্যকর হয়েছে।

 

বহিষ্কৃরাদেশের মধ্যে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআর) ২০১২-১৩ শিক্ষাবর্ষের রায়হানুল হক ও মো. শহিদুল্লাহ নিসাত, মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইসতেহাক আহমেদ, ২০১২-১৩ শিক্ষাবর্ষের নাজমুল ইসলামকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রায়হান, নিসাত ও ইসতেহাক শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বলে জানা যায়। এরা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সাথে লাখ টাকার চুক্তি করেন।

 

অপরদিকে সোমবার মার্কেটিং বিভাগে ভুয়া কাগজপত্রের মধ্যে দিয়ে এক শিক্ষার্থীকে ভর্তি করানো দায়ে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআর) বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জুলকার নাইন ও একই শিক্ষাবর্ষের আরবি বিভাগের সাদ্দাম হোসেনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

এছাড়া বিভাগের চূড়ান্ত পরীক্ষায় অন্যজনের হয়ে অংশগ্রহণ করার অভিযোগে অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাইদুল ইসলাম ও শহিদুল ইসলামকে ২ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 



আপনার মূল্যবান মতামত দিন: