odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

odhikarpatra | প্রকাশিত: ৬ November ২০২৪ ২৩:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৬ November ২০২৪ ২৩:৪৭

রাশিয়া বুধবার বলেছে যে, তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের কুরাখোভ শহরের কাছে ইউক্রেনের দুটি গ্রাম দখল করেছে। মস্কো গত মাসে ভগলদার শহর দখল করার পর এই এলাকায় দ্রুত অগ্রসর হয়েছে। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, মস্কোর বাহিনী কুরাখোভের দক্ষিণে মাকসিমিভকা ও আন্তোনিভকা গ্রাম দখল করেছে। এই এলাকায় রাশিয়া তার আক্রমণকে কেন্দ্রীভূত করেছে



আপনার মূল্যবান মতামত দিন: