odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

হারিকেনের আঘাতে বিধ্বস্ত কিউবায় দু’দফা ভূমিকম্প

odhikarpatra | প্রকাশিত: ১১ November ২০২৪ ১৭:০৭

odhikarpatra
প্রকাশিত: ১১ November ২০২৪ ১৭:০৭

হারিকেনের আঘাতে বিধ্বস্ত হয়ে দেশব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন কিউবায় রোববার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে হাভানা থেকে এএফপি এ খবর জানায়।

ভূমিকম্পে বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল ধরেছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রাণহানীর কোন খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কিউবার বায়ামা শহরের একজন গৃহবধূ ডালিয়া রদ্রিগেজ এএফপিকে বলেন, তার বাড়ির একটি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ রোববার দক্ষিণ গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসোর উপকূল থেকে প্রায় ২৫ মাইল দূরে ৬.৮ এবং ১৪.৬ মাইল (২৩.৫ কিলোমিটার) গভীরে দ্বিতীয়, আরও শক্তিশালী কম্পন পরিমাপ করেছে।

এটি প্রথম কম্পনের মাত্র এক ঘন্টা পরে আঘাৎ হানে, যা ইউএজিএস এর হিসেবে ৫.৯ মাত্রার ছিল।

গত তিন সপ্তাহে দুটি হারিকেন এবং দুটি বড় বিদ্যুৎ বিভ্রাটের পরে এই ভূমিকম্পগুলো কমিউনিস্ট শাসিত দ্বীপটিকে জরুরি অবস্থার একটি চক্রের মধ্যে ফেলে দিয়েছে।

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: