odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

গাজায় ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ভাইরাল

odhikarpatra | প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৭:০০

odhikarpatra
প্রকাশিত: ১৫ November ২০২৪ ১৭:০০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবরদ্ধ গাজায় ইসরাইলি হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্যে দিবালোকে একটি জনবহুল এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সাাথে সাথে স্থানীয়রা দিগি¦দিক ছুটাছুটি করে। প্রাণ ভয়ে অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

ফিলিস্তিনের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ফেলেস্টিন’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানিয়েছে।

কাতার ভিত্তিক আল জাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দিন দুপুরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রচন্ড ধোঁয়ার কুন্ডলির সৃষ্টি হয়। সৃষ্টি হয় বিশালাকার গর্তের। ক্ষেপলাস্ত্রের আঘাত কতটা শক্তি শালী ছিল তা গর্ত দেখলে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে।

আল জাজিরার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে গাজার খান ইউনিসের একটি জনবহুল এলাকায়। অথচ দখলদার ইসরাইলি বাহিনী এই এলাকাটিকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সেখানে যেতে বলেছিল। কিন্তু রক্ত পিপাসু ইসরাইলি বাহিনী আবার সেখানে ক্ষেপণাস্ত্র ছঁেড়। ঐ হামলার এক হাজার তাঁবু ধ্বংস হয়ে যায়। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলায় এই পর্যন্ত ৪৩ হাজার ৫শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১ লাখেরও বেশি।



আপনার মূল্যবান মতামত দিন: