odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

স্যামসন-তিলকের রেকর্ড সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৪ ১৯:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৪ ১৯:৪২

দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। গতরাতে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে ভারত ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় ভারতের। সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে ভারত এবং দ্বিতীয়টিতে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। ফলে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। 

জোহানেসবার্গে টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে ঝড়ো শুরু এনে দেনে দুই ওপেনার স্যামসন ও অভিষেক শর্মা। ৩৫ বলে ৭৩ রানের জুটি গড়েন তারা। জুটিতে ১৮ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৬ রান করেন অভিষেক।

এরপর দ্বিতীয় উইকেটে জুটি চার-ছক্কা বন্যা বইয়ে দেন স্যামসন ও তিন নম্বরে নামা তিলক। দুই ব্যাটারের ব্যাটিং তান্ডবে ১০ ওভারে ১২৯, ১৫ ওভারে ২১৯ এবং ২০ ওভার শেষে ১ উইকেটে ২৮৩ রানের পাহাড় গড়ে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পঞ্চম এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

সংক্ষিপ্ত ভার্সনের ফরম্যাটে সর্বোচ্চ তিনবার আড়াইশ রান করার রেকর্ড দখলে নিলো ভারত। সেই সাথে ২০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বেশি দলীয় রানের নজিরও গড়লো টিম ইন্ডিয়া।

ভারতকে রানের পাহাড়ে বসাতে দ্বিতীয় উইকেটে ৮৬ বলে ২১০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন স্যামসন ও তিলক। এই প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ২শ রানের জুটি গড়লো ভারত। টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

রেকর্ড জুটি গড়ার পথে ৫১ বলে ৩৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন স্যামসন। সর্বশেষ পাঁচ ম্যাচে এই তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও হয়েছেন স্যামসন।

২০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেতে ৪১ বল খেলেছেন তিলক। গত ম্যাচেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি।

৬টি চার ও ৯টি ছক্কায় স্যামসন ৫৬ বলে ১০৯ এবং তিলক ৯টি চার ও ১০টি ছক্কায় ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। এ ম্যাচে ভারতের ইনিংসে ২৩টি ছক্কা হয়েছে। এতে লজ্জার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ। কারন গেল মাসে হায়দারাবাদে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ২২টি ছক্কা মেরেছিলো ভারতীয় ব্যাটাররা।

২৮৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে ১০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই খাদের মধ্যে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ৫৪ বলে ৮৬ রান যোগ করে প্রোটিয়াদের বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার।

স্টাবস ৪৩ ও মিলারের ৩৬ রানের পর মার্কো জানসেনের অপরাজিত ২৯ রানের উপর ভর করে ১০ বল বাকী থাকতে ১৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিং ২০ রানে ৩ উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন তিলক। সিরিজে ২৮০ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।



আপনার মূল্যবান মতামত দিন: