odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বসনিয়ার জালে জার্মানির রেকর্ড ৭ গোল

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৪ ১৯:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৪ ১৯:৫২

উয়েফা নেশনস ফুটবল লিগে গ্রুপ-এ-থ্রিতে নিজেদের পঞ্চম ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে জার্মানি।

গতরাতে ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাডিয়নে জার্মানি ৭-০ গোলে হারিয়েছে বসনিয়াকে। উয়েফা নেশনস লিগের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন টিম ক্লেইনডিন্সট ও ফ্লোরিয়ান উইর্টজ। ১টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

ম্যাচের দ্বিতীয় মিনিটে মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিচের  ক্রসে হেডে গোল করেন তিনি।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লেইনডিন্সট। ৩৭ মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন হাভার্টজ। ৩-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল পায় জার্মানি। ৫০ মিনিটে ফ্রি কিক থেকে এবং ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উইর্টজ।

৬৬ মিনিটে ষষ্ঠ গোল হজম করে বসনিয়া। প্রথমবারের মত গোলের তালিকায় নাম লেখান সানে।

৭৯ মিনিটে বসনিয়ার জালে শেষবারের মত বল পাঠান ক্লেইনডিন্সট। ফলে ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

গ্রুপে ৫ ম্যাচে চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানি।

দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে ডাচরা।

৫ ম্যাচে হাঙ্গেরি ৫ ও বসনিয়ার আছে ১ পয়েন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: