odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জাতীয়করণ না করা পর্যন্ত অনশন চলবে-অনশনরত শিক্ষকরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ February ২০১৮ ২৩:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ February ২০১৮ ২৩:০৬

আমাদের অধিকারপত্র ডটকমঃ জাতীয়করণের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

 

শুক্রবার সংগঠনের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। ঘোষণা মতে সব শর্ত পূরণ করার পরও প্রায় চার হাজার ১৫৯টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। তাদেরকে বঞ্চিত করা হয়েছে।

 

এখন পর্যন্ত অনশনে ১৯১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের অনেকেই  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন অনশনে অংশ নেয়া শিক্ষকেরা



আপনার মূল্যবান মতামত দিন: