odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

এনসিএল: ড্র হলো রংপুর-বরিশাল ম্যাচ

odhikarpatra | প্রকাশিত: ১৯ November ২০২৪ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৯ November ২০২৪ ২৩:৪৪

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ড্র করেছে রংপুর বিভাগ ও বরিশাল বিভাগ।

এই ড্র’তে ৫ ম্যাচে ২টি করে জয়-ড্র এবং ১ হারে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো রংপুর। সমানসংখ্যক ম্যাচে ৩ হার ও ২ ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই আছে বরিশাল।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১ উইকেটে ১১৯ রান নিয়ে শেষ দিন খেলতে নামে বরিশাল। ৯ উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে এগিয়ে ছিলো তারা।

ম্যাচের চতুর্থ ও শেষ দিন বাকি ৯ উইকেটে আরও ২৩৯ রান যোগ করে বরিশাল। ১০১.১ ওভারে ৩৫৮ রানে অলআউট হয় তারা।

৬০ রান নিয়ে খেলতে নেমে ৮৭ রানে আউট হন ওপেনার ইফতিখার হোসেন ইফতি। ১২টি চারে ১৬১ বল খেলে নিজের ইনিংস সাজান তিনি। প্রথম ইনিংসে ৯টি চারে ৭০ রান করেছিলেন ইফতি।

ইফতির সাথে দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন সালমান হোসেন ইমন। ১০টি চারে ১০৪ বলে ৬৯ রান করেন তিনি। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছিলেন সালমানও। ৭টি চারে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটার।

ইফতি ও সালমানের হাফ-সেঞ্চুরির পর তাসামুল হক ৪০ ও মঈন খানের ৩৫ রানের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে সাড়ে তিনশ রান পার করে বরিশাল। এতে রংপুরকে ৩৭৩ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বরিশাল। মুকিদুল ইসলাম ৩টি ও আকবর আলি ২ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১০ ওভার ব্যাট করার সুযোগ পায় রংপুর। বিনা উইকেটে ২৪ রান তুলে তারা। রংপুরের দুই ওপেনার মিম মোসাদ্দেক ১০ ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ১৪ রানে অপরাজিত থাাকেন।

ম্যাচের প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয় বরিশাল। জবাবে ৩২২ রান করে রংপুর।

দুই ইনিংসে ৭০ ও ৮৭ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন বরিশালের ইফতি



আপনার মূল্যবান মতামত দিন: