odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক: জাতিসংঘ

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৪ ১৭:১৭

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৪ ১৭:১৭

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র এ কথা বলেছেন।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেছেন, ‘এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য, বেসামরিক স্থাপনা বা বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার বাহিনী ইউক্রেনে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নগরী দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র ইউক্রেনকে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন সরবরাহ করে ব্যবহারের অনুমোদন দিয়ে আরো সহায়তা বাড়িয়েছে।

মানাধিকার গোষ্ঠীগুলো এই বড় ধরনের নীতির নিন্দা জানিয়েছে।

মার্কিন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে দুজারিক ওই অস্ত্র ব্যবহারে জাতিসংঘের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: