odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তাসকিনের বোলিংয়ে প্রথম সেশন বাংলাদেশের

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৪ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৪ ২৩:৩৯

পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশন নিজেদের করে রাখলো সফরকারী বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশন শেষে ২৩ ওভারে ২ উইকেটে ৫০ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ২ উইকেট নেন তাসকিন।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে সাবধানী শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস। ১৩ ওভারে ২৪ রান তোলেন তারা।

১৪তম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙ্গেন তাসকিন। ব্র্যাথওয়েটকে লেগ বিফোর আউট করেন তাসকিন। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ দলনেতা। ৩৮ বলে ৪ রান করেন তিনি।

ব্র্যাথওয়েটের আউটে ক্রিজে এসে তাসকিনের দ্বিতীয় শিকার হন কেসি কার্টি। ১৬তম ওভারে তাসকিনের বলে মিড উইকেটে তাইজুল ইসলামকে ক্যাচ দেন কার্টি। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি।

তাসকিনের জোড়া আঘাতে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলকে চাপমুক্ত করতে তৃতীয় উইকেটে ৪৩ বলে অবিচ্ছিন্ন ২৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যান লুইস ও কাভেম হজ।

লুইস ৫টি চারে ৭২ বলে ৩৬ এবং হজ ১টি বাউন্ডারিতে ২০ বলে ১০ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৬ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ৮ ওভার করে বল করেও উইকেটের দেখা পাননি অন্য দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। ১ ওভার হাত ঘুড়িয়ে মেডেন নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: