odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সিমিওনের ‘৭০০’ ম্যাচের রেকর্ড

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ২২:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ২২:৫৭

শনিবার আলাভেসের বিপক্ষে লা লিগায় ২-১ গোলের জয়ের ম্যাচটিতে এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বিরল এক রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে এ্যাথলেটিকোর ডাগ আউটে তার ৭০০ ম্যাচের রেকর্ড পূরণ হয়েছে।

আঁতোয়ান গ্রীজম্যান ও আলেক্সান্দার সোরলোথের গোলে এ্যাথলেটিকো পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। জন গুরিডির পেনাল্টিতে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল সফরকারী আলাভেস।

আর্জেন্টাইন কোচ সিমিওনে ২০১১ সালের ডিসেম্বরে এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় ৭০০তম ম্যাচে ডাগ আউটে কোচ হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড অর্জণ করেছেন। সিমিওনের অধীনে এ্যাথলেটিকো ২০১৪ ও ২০২১ সালে লা লিগায় শিরোপা জয় করেছিল।

রেকর্ড সম্পর্কে সিমিওনে বলেছেন, ‘এটা দারুন এক মুহূর্ত। ছেলেরা অনেক দায়িত্ব নিয়ে খেলছে। তাদের কাছে যা প্রয়োজন সেটাই তারা পূরণ করছে। আমি দারুন এক মানসিক স্বস্তিতে আছি। এই জায়গাটা আমি দারুন পছন্দ করি।’

দ্বিতীয়ার্ধে এ্যাথলেটিকোর হয়ে উজ্জীবিত পারফরমেন্স উপহার দিয়েছেন সিমিওনের ছেলে গিওলিয়ানো সিমিওনে। বাবার বিরল কৃতিত্বে গিওলিয়ানো বলেছেন, ‘৭০০ নম্বর অনেক বড় বিষয়। এজন্য তাকে অভিনন্দন। এই জয়টা বাবার জন্য। একইসাথে পুরো দল ও সমর্থকরাও এই কৃতিত্বের অংশ।



আপনার মূল্যবান মতামত দিন: