odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় : জাবি উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:১০

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ২৩:১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক। শিক্ষার এই মান তৈরিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, মূল শিক্ষাক্রমের পাশাপাশি কারিগরি বা অন্য কোন বিকল্প শিক্ষা বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীরা অধ্যয়ন করবে। এতে করে শিক্ষা লাভের পর দেশে-বিদেশে সে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।

উপাচার্য আজ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ ২০২৪-২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, শহিদের রক্ত বৃথা যাবে না। তাদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কারিকুলাম তৈরি করেছে। আর সেই কারিকুলামের আলোকে পরিবর্তন আসবে শিক্ষাক্রমে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব তৈরি করে, যে শিক্ষা গ্রহণের পর দেশের সন্তানেরা বাইরে গিয়ে ন্যূনতম আয় করে, সে শিক্ষার প্রয়োজন নেই। শিক্ষা হবে সময়োপযোগী ও আধুনিক।

জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।



আপনার মূল্যবান মতামত দিন: