odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৪ ২২:৫৬

টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৫ রানে হারিয়েছিলো আফগানিস্তানকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের সামনে সুবিধা করতে পারেনি নেপালের ব্যাটাররা। ২৪তম ওভারে ৭৩ রানে নেপালের পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।

উইকেট শিকারের ধারা অব্যাহত রেখে ৪৫.৪ ওভারে নেপালকে ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের আল ফাহাদ-ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন ২টি করে এবং সাদ ইসলাম-রাফি উজ্জামান রাফি ও আজিজুল হাকিম ১টি করে উইকেট নেন।

নেপালের পক্ষে তিন ব্যাটার দুই অংক স্পর্শ করেছে। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাথি।

১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিমের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১২৮ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

আবরার ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৫ বলে ৫৯ রানে আউট হন। ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৭২ বলে ৫২ রান তুলে অপরাজিত থাকেন হাকিম। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৩ রান করেছিলেন হাকিম।

দিনের আরেক ম্যাচে আফগানিস্তানকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫৫ রানে হারিয়েছিলো লংকানরা।
২ ম্যাচে ২টি করে জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাাদেশ ও শ্রীলংকা। আগামী ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।



আপনার মূল্যবান মতামত দিন: