odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

দেশের হয়ে খেলার মত মানসিক অবস্থায় নেই সাকিব : ফারুক

odhikarpatra | প্রকাশিত: ১ December ২০২৪ ২৩:১৯

odhikarpatra
প্রকাশিত: ১ December ২০২৪ ২৩:১৯

দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে খেলার মত মানসিক অবস্থা সাকিব আল হাসানের বর্তমানে নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। 

ফারুকের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে থাকবেন না সাকিব। 

আজ স্থানীয় একটি হোটেলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচন অনুষ্ঠানে ফারুক সাংবাদিকদের বলেন, ‘সাকিব সম্পর্কে আমি আসলেই খুব একটা উত্তর দিতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘যখন আমাকে বারবার জিজ্ঞাসা করা হয় তখন আমি বিব্রত হই না। আমি চাই সাকিব খেলুক। কিন্তু তার ব্যাপারটা আমাদের হাতে নেই। যে কারণে তিনি আসতে পারবেন না, সেই বিষয়টির সাথে ক্রিকেট বোর্ডের কোন সম্পর্ক নেই। তাই এই উত্তর দেওয়া আমার পক্ষে খুবই কঠিন। আইন প্রয়োগকারী সংস্থা আছে, আদালত আছে, তাদেরই বিষয়টি সমাধান করতে হবে।’

দেশের বাইরে থেকেই পাকিস্তান ও ভারতের মাটিতে সিরিজ খেলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব। সর্বশেষ গত সেপ্টেম্বরে ভারতের মাটিতে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। ঐসময় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। 

কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। কারণ জুলাইয়ে গণ-আন্দোলন নিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। 

সাকিবের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সামর্থ্য আছে বলে মনে করেন ফারুক। ধারণা করা হচ্ছে ঐ টুর্নামেন্ট দিয়েই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন সাকিব। 
ফারুক বলেন, ‘জাতীয় দলে খেলার সামর্থ্য আছে সাকিবের। সে আমাদের রাডারে আছে। তবে তার সাথে সম্পর্কিত যে সমস্যা আছে সেটি আগে সমাধান করা উচিত।’

তিনি আরও বলেন, ‘বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর জাতীয় দলের হয়ে খেলা এক নয়। জাতীয় দলে একটা নির্দিষ্ট কম্বিনেশন দরকার। এসব বিবেচনা করে আমার মনে হয় সাকিব সম্ভবত এই পর্যায়ে অবদান রাখার মতো মানসিক অবস্থায় নেই। তবে আমরা এই সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: