odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

প্রতি জেলায় ১টি মেডিকেল কলেজ ও বিভাগে ১টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : নাসিম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৮ ১৯:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৮ ১৯:১৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতি জেলায় ১টি করে মেডিকেল কলেজ ও প্রতি বিভাগে ১টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।


তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, বর্তমানে ৩১টি সরকারি মেডিকেল কলেজের মাধ্যমে প্রতি বছর ৩ হাজার ১৮৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা সম্ভব যা প্রয়োজনের তুলনায় কম।


তিনি বলেন, এছাড়া সরকার মেডিকেল শিক্ষার মানোন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজও অনুমোদন দিয়েছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ৭৫টি মেডিকেল কলেজ (সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টিসহ) রয়েছে যার মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৬০টি।


নাসিম বলেন, প্রতিযোগিতার মধ্যে কিছু কিছু মেডিকেল কলেজ মান অর্জনে এখনও পুরোপুরি সক্ষমতা অর্জন করতে পারেনি। মনিটরিং টিমের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে নির্ধারিত মান অর্জনে ব্যর্থ মেডিকেল কলেজগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়েছে।


তিনি বলেন, এছাড়া, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মেডিকেল কলেজগুলোর মানোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যাতে গুণগত মানসম্পন্ন চিকিৎসক তৈরির মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: