odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে অভিযানের সময় কিশোরকে গুলি করে

odhikarpatra | প্রকাশিত: ৬ December ২০২৪ ০৮:২৬

odhikarpatra
প্রকাশিত: ৬ December ২০২৪ ০৮:২৬

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে জালাজোন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে এবং জীবন্ত গোলাবারুদ ছোড়ার পর ১৬ বছর বয়সী যুবক আহত হয়, ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কিশোরের উরুতে গুলি লেগেছে এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা তার অবস্থার তীব্রতা জানাননি।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় ইসরায়েলি বাহিনী নিম্নলিখিত স্থানেও হামলা চালিয়েছে:

কলকিল্যা শহর

বেথলেহেমের দক্ষিণে আল-খাদের শহর

জেরুজালেমের উত্তর-পূর্বে হিজমা শহর

নাবলুসের দক্ষিণে বেইতা শহর

সালফিতের পশ্চিমে কারাওয়াত বনি হাসান শহর

তুলকারেমের কাছে দেইর আল-ঘুসুন শহর

জেনিনের কাছে ফিলিস্তিনি যোদ্ধা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষও হয়েছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: