odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হেডের সেঞ্চুরির পর ব্যাটিং ব্যর্থতায় পিছিয়ে ভারত

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৪ ২১:০৩

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৪ ২১:০৩

বাঁ-হাতি ব্যাটার ট্রাভিস হেডের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে সফরকারী ভারত। হেডের ১৪০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ভারতের ১৮০ রান টপকে ৩৩৭ রান তোলে  স্বাগতিক অস্ট্রেলিয়া। যার সুবাদে  প্রথম ইনিংস থেকে ১৫৭ রানের লিড পায় অসিরা।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১২৮ রান করেছে ভারত। ৫ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।

এডিলেডে দিবা-রাত্রির ম্যাচের প্রথম দিন ভারতের ১৮০ রানের জবাবে ১ উইকেটে ৮৬ রান করেছিলো অস্ট্রেলিয়া। ৯ উইকেট হাতে নিয়ে ৯৪ রানে পিছিয়ে ছিলো অসিরা। নাথান ম্যাকসুয়েনসি ৩৮ ও মার্নাস লাবুশেন ২০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শুরুতেই ভারতকে জোড়া উইকেট উপহার দেন জসপ্রিত বুমরাহ। ম্যাকসুয়েনসিকে ৩৯ রানে ও স্টিভেন স্মিথকে ২ রানে আউট করেন বুমরাহ।

টেস্টে ২১তম হাফ-সেঞ্চুরি তুলে পেসার নিতিশ কুমার রেড্ডির শিকার হন লাবুশেন। ৯টি চারে ৬৪ রান করেন তিনি।

মিডল অর্ডারে মিচেল মার্শ ৯ রান করে  ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের বলে আউট হলে ষষ্ঠ উইকেট জুটিতে হেড ও অ্যালেক্স ক্যারি ৭৪ রান যোগ করেন।  ক্যারি ব্যক্তিগত ১৫ রানে আউট হবার পর ১১১ বলে টেস্টে অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন হেড। দিবা-রাত্রি টেস্টে দ্রুততম সেঞ্চুরিতে নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন হেড।

দিবা-রাত্রির টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি সেঞ্চুরির মালিক হবার পর ইনিংস বড় করার চেষ্টা করেন হেড। ব্যক্তিগত ১৪০ রানে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের শিকার হন তিনি। ১৪১ বল খেলে ১৭টি চার ও ৪টি ছক্কা মারেন হেড।

দলীয় ৩১০ রানে সপ্তম ব্যাটার হিসেবে হেড ফেরার পর বাকী ৩ উইকেটে ২৭ রানের বেশি যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া। ভারতের বুমরাহ ও সিরাজ ৪টি করে উইকেট নেন।

১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার তিন পেসারের তোপে ১০৫ রানে ৫ উইকেট হারায় তারা।

শুভমান গিল ২৮, যশ্বসী জয়সওয়াল ২৪, বিরাট কোহলি ১১, লোকেশ রাহুল ৭ ও অধিনায়ক রোহিত শর্মা ৬ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে রেড্ডিকে নিয়ে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন ঋসভ পান্ত। রেড্ডি ১৫ ও পান্ত ২৮ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ২টি করে এবং মিচেল স্টার্ক ১ উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: