odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ব্রিটিশ রাজার রাজ্যাভিষেকে যোগ দিয়ে পদক পেয়েছেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৪ ২০:২৭

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৪ ২০:২৭

ব্রিটিশ রাজা ও রানির রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা আজ পদক গ্রহণ করেছে।

গত বছর ব্রিটেনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেসহ ঐতিহাসিক করোনেশন ইভেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ১১ জন সদস্যকে কিং চার্লস তৃতীয় করোনেশন মেডেল প্রদানের জন্য বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার বাসভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

কিং চার্লস তৃতীয় করোনেশন মেডেল হল একটি স্মারক পদক, ২০২৩ সালের ৬ মে এই রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যাভিষেক শোভাযাত্রায় যুক্তরাজ্য, কমনওয়েলথ দেশগুলো এবং ব্রিটিশ ওভারসিজ টেরিটরির প্রায় ৬ হাজার সামরিক কর্মী উপস্থিত ছিলেন। সম্মিলিত সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক উৎকর্ষের একটি দর্শনীয় প্রদর্শন ছিল যা তাদের সকলকে বৈশ্বিক মঞ্চে আলোকিত করেছে।

অনুষ্ঠানে কুক বলেন, আমি গর্বিত যে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সদস্যরা এই ঐতিহাসিক ইভেন্টে বাংলাদেশ এবং অন্যান্য কমনওয়েলথ সদস্য রাষ্ট্রের প্রতিপক্ষের সঙ্গে কুজকাওয়াজে অংশ নিয়েছে।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি এবং পদকপ্রাপ্তদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্তদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাদাত মোহাম্মদ হাসান, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. সাইফুল ইসলাম এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট অনিক বড়ুয়া অনুসহ অন্যান্যরা



আপনার মূল্যবান মতামত দিন: