odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

মালিবুর দাবানলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৪ ১৪:৪৩

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৪ ১৪:৪৩

মঙ্গলবার আমেরিকার মালিবুর দাবানল সেখানকার হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। 

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। ইতিমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।  

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মুল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। যে দাবানলের সূত্রপাত সোমবার। যেখানে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। আগুনের লেলিহান শিখার কারণে।  

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ননা দিয়েছে এইভাবে: তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জল লাল। পয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘন্টার মধ্যে আমরা সম্পূর্নভাবে ধোয়া বেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উচু পর্বতমালা। 

আইন প্রয়োগকারী সংস্থার অফিসারেরা হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২০০০০ মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপটেন জেনিফার সিটো।

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, আগুনটা ভীতিকর। কিন্ত মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে। 



আপনার মূল্যবান মতামত দিন: