odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ পর্যবেক্ষণ জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ February ২০১৮ ২১:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ February ২০১৮ ২১:১৯

রাষ্ট্রপতি আবদুল হামিদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে কেউ যেন যুক্ত হতে না পারে এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পর্যবেক্ষণ জোরদার করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় বঙ্গভবনে কেবিনেট হলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিটি গঠন করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেন।


রাষ্ট্রপতি হামিদ বলেন, একশ্রেণীর শিক্ষক ও শিক্ষার্থীর ধর্মীয় উগ্রবাদে জড়িত থাকার কারণে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে।


তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষা বাণিজ্যের মানসিকতা পরিহার এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সমায়োপযোগী গুণগত শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন।


রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদিন বাসসকে এ কথা বলেন। আবদুল হামিদ শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যায়গুলোতে বিশ্ব মানের পাঠ্যক্রমের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


রাষ্ট্রপতি নতুন আশা ও লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রত্যাশা যাতে কোনভাবে চুরমার হয়ে না যায় সে ব্যাপারে বিশেষ মনোযোগী হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।


আবদুল হামিদ ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড তদারকির জন্য বিশেষ করে মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।


৯৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৮ জন উপাচার্য এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: