odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

র‌্যাঙ্কিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের

odhikarpatra | প্রকাশিত: ১৩ December ২০২৪ ২১:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৩ December ২০২৪ ২১:১৮

গত অক্টোবরে টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরা বাংলার নারীরা।

আজ র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে সাত ধাপ এগিয়ে ১৩৯তম স্থান থেকে ১৩২তম স্থানে উঠেছে বাংলাদেশ। ২১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে তাদের। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১০৯৭ দশমিক ৫৫।

সাফে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সেরা হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

সেমিতে ভূটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে সাবিনা-ঋতুপর্নারা।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- স্পেন ও জার্মানি।



আপনার মূল্যবান মতামত দিন: