odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

দামেস্কে শিক্ষার্থীরা স্কুলে যেতে শুরু করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ইউনিফর্ম

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৪ ২২:২৪

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৪ ২২:২৪

পরিহিত শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে দেখা গেছে। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর, প্রথমবারের মতো তারা ক্লাসে অংশ নেয়।

দামেস্ক থেকে এএফপি জানায়, ৮ ডিসেম্বর ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) দখলের পর সিরিয়ার রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দৈনন্দিন জীবনেও মৃদু গতির সঞ্চার করেছে।

৫৬ বছর বয়সী তিন সন্তানের মা রাঘিদা ঘোসন বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠাতে বলেছে। তিনি এএফপিকে বলেন, আগামী দু’দিনের মধ্যে ছোটোরাও ফিরে যাবে। একজন স্কুল কর্মচারী বলেন, ৩০ শতাংশের বেশি স্কুল ছাত্র-ছাত্রী রোববার ক্লাসে ফেরত আসেনি, তবে ধীরে ধীরে এদের উপস্থিতি বাড়বে।

বিশ্ববিদ্যালয়গুলোও আবার কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে। তবে রোববার প্রশাসনিক কর্মীদের কাজে উপস্থিতি ছিল কম। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় কর্মী বলেন, সবকিছু স্বাভাবিক হতে এখোনো সময় লাগবে।

সিরিয়ায় কর্ম সপ্তাহের প্রথম দিন রোববার অনেক লোকই স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে শুরু করেছে। ব্যবসায়িক জীবনও নতুনভাবে শুরু হয়েছে।
এএফপি’র একজন সাংবাদিক জানান, তিনি নগরীর রোকন-এডিন জেলার এক বেকারির বাইরে প্রায় এক ডজন লোককে সারিবদ্ধ হতে দেখেছেন। এ সময় ফুটপাতের বিক্রেতাদেরও পেট্রোলের ক্যান বিক্রি করতে দেখা গেছে। দেশের অন্যান্য অংশের মতো, দামেস্কের কিছু এলাকায়ও দিনে ২০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে



আপনার মূল্যবান মতামত দিন: