odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় হতাহত ৯

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৪ ২১:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৪ ২১:৫১

পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলায় শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে ও আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

একজন উদ্ধারকারী কর্মকর্তা একথা জানিয়েছেন।

রাজ্য-চালিত রেসকিউ ১১২২-এর মুখপাত্র বলেন, তান্ডলিয়ানওয়ালা মোটরওয়ে ইন্টারচেঞ্জের কাছে একটি দ্রুতগামী গাড়ি একটি ট্রাক্টর-ট্রলির পিছনের সাথে সংঘর্ষের সময় দুর্ঘটনাটি ঘটে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।

মুখপাত্র আরো বলেন, এলাকায় ঘন কুয়াশার কারণে গাড়ির চালক নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
 
উদ্ধারকারী দল ও পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে দেখতে যে, সংঘর্ষের ফলে তিনজন মহিলা ও তিন শিশুসহ ছয়জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
 
উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ঘন কুয়াশা মোটরসাইকেল চালকদের জন্য উল্লেখযোগ্য বিপদ সৃষ্টি করে চলেছে- যা পাঞ্জাবের যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটায়।



আপনার মূল্যবান মতামত দিন: