odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

ইউক্রেনের মধ্যদিয়ে ইউরোপে আর গ্যাস যাবে না:কিয়েভ

odhikarpatra | প্রকাশিত: ১ January ২০২৫ ১৭:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১ January ২০২৫ ১৭:৫৯

মস্কো ও কিয়েভ গত কয়েক দশকের চুক্তির অবসান ঘটিয়ে উভয়েই বুধবার নিশ্চিত করেছে যে, রাশিয়ার গ্যাস আর ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে যাবে না।  কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। 

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তার বাজার হারাচ্ছে। এর ফলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।’

রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম এক বিবৃতিতে বলেছে, ‘(স্থানীয় সময়) সকাল ৮টা থেকে ইউক্রেনের মধ্য দিয়ে কোন রাশিয়ান গ্যাস সরবরাহ করা হয়নি।’

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবসানের পর থেকে ইউক্রেনের মধ্যদিয়ে পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান গ্যাস ইউরোপে সরবরাহ করা হচ্ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: