odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

odhikarpatra | প্রকাশিত: ১২ January ২০২৫ ১১:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১২ January ২০২৫ ১১:৩৭

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের মুখপাত্র রোববার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভোরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং মার্কোসের সাথে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন।

তিন নেতা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্টের মুখপাত্র সিজার শ্যাভেজ এক বিবৃতিতে বলেছেন, রোববার এই ফোনালাপ হওয়ার কথা ছিল, তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে তা স্থগিত করা হয়।

ম্যানিলা থেকে এএফপি এ খবর জানায়।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টা বানচাল করার লক্ষ্যে তিনটি দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে।

বাইডেন এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ওপর নজর রাখতে ৯ থেকে ১২ জানুয়ারি তার নির্ধারিত ইতালি সফর বাতিল করেন।

আগামী ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হবে এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন



আপনার মূল্যবান মতামত দিন: