odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হাতীবান্ধায় নাইট ক্রিকেট টুর্নামেন্টে’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ February ২০১৮ ২২:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ February ২০১৮ ২২:০৪

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না” এই গানকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত ফাইনাল খেলায় উপজেলার বড়খাতা ইউনিয়নের লাভলু স্টোর একাদশকে ২১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সানিয়াজান ইউনিয়নের সোমা স্টোর একাদশ।


শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের সানিয়াজান বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সানিয়াজান বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান হাসান ট্রেডার্স এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন।


এ সময় উপস্থিত ছিলেন, সানিয়াজান ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, জেলা পরিষদ সদস্য এরশাদ উল্লাহ শাকিল, বিশিষ্ট সমাজ সেবক হাসমত উল্লাহ, প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দগন বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।



আপনার মূল্যবান মতামত দিন: