odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পিএসএলে দল না পেয়ে হতাশ নন তাসকিন

odhikarpatra | প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:২৫

odhikarpatra
প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:২৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল না পেয়ে হতাশ নন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিনি জানান আমার প্রধান লক্ষ্য বাংলাদেশ জাতীয় দল এবং চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভাল পারফরমেন্স করা।

সম্প্রতি লাহোরে হওয়া পিএসএল ড্রাফটে দল না পেয়ে হতাশ কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘মন খারাপ করার কিছু আছে কি? আমার প্রধান লক্ষ্য দেশের হয়ে সেরা পারফরমেন্স করা এবং যেখানেই খেলি সেখানে ভালো করা। আমি এসব নিয়ে হতাশ নই। আমি জানি ভালো খেলতে পারলে অবশ্যই সুযোগ আসবে।’

তাসকিনকে দলে ভেড়াতে একাধিকবার তার সাথে যোগাযোগ করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি না পাওয়ায়, আইপিএলের খেলার সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

তাসকিন বলেন, ‘আইপিএলে খেলার বেশ কয়েকটি সুযোগ ছিল। আমার যতটুকু মনে পড়ে, অন্তত তিনবার। তবে এগুলো আমার কাছে চিন্তার বিষয় নয়। যদি আমি এসব নিয়ে হতাশ হতাম, এতদিনে নিজের গলায় দড়ি দিতাম। আমার ভাগ্যে ছিল না। আমি আশা করি সেখানে ভবিষ্যতে আরও অনেক সুযোগ থাকবে।’

এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন তাসকিন। বিপিএলের বাইরে শুধুমাত্র লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছেন তিনি।
ড্রাফটের পর কোনও ফ্র্যাঞ্চাইজি তার সাথে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন তাসকিন। তবে কোন দলে খেলোয়াড় বদলি হলে খেলার সুযোগ পেতে পারেন তিনি।

চলতি বিপিএলে সর্বোচ্চ ২০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে থাকা তাসকিন বলেন, ‘আমি ড্রাফটে দল পাইনি। কিন্তু এখানেই পৃথিবীর শেষ নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেকোন দলের যে কোন সময় বদলির প্রয়োজন হতে পারে। পিএসএলের ক্ষেত্রেও একই। ব্যক্তিগতভাবে আমি কারও সাথে কথা বলিনি। এজেন্টরা আসলে এই জিনিসগুলি পরিচালনা করে থাকে। তাই আমি কোনও ফ্র্যাঞ্চাইজির সাথে যোগাযোগও করিনি।’

সম্প্রতি পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন- নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। রানাকে পেশওয়ার জালমি, লিটনকে করাচি কিংস এবং রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

চলতি বিপিএলর মাঝপথে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করেছে দুর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি তার। চট্টগ্রাম কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী।

অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, ‘এটা মালিক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি অনূর্ধ্ব-১৯ দল থেকে বিজয়ের সাথে খেলছি। এ বিষয়ে তার সাথে আমার কথাও হয়েছে। সবার মতামতেই আমাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আমার এখন একমাত্র ফোকাস, বিপিএলে ভালো করা।’



আপনার মূল্যবান মতামত দিন: